“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই। আমি ভালোই আছি ৷ আশা করি সবাই ভালো আছেন ৷
আজ ফেসবুকএ ডিজেবল আইডি কিভাবে ফিরে আনবেন ৷
তো চলুন পোস্ট টা শুরু করিঃ
ডিজেবল id কি ?
যদি আননি বা আপনার সাথে মিল রেখে আপনাকে হ্যারেজ করার উদ্দেশ্যে কেউ যখন আপনার ছবি ইত্যাদি ইনফরমেশন মিল রেখে ফেসবুক এ কোন আইডি খুলে তখন আপনাকে ফেসবুক ফেক ভেবে আপনার আইডিটিকে ডিজেবল করে দেয় দেয়।
ডিজেবল কয়েক ভাবে হতে পারেঃ
১. যদি কেউ আপনার নাম ও আপনার ছবি ইনফরমেশন গুলোর সাথে মিল রেখে যদি কেউ আইডি খুললে।
২. আপনার আইডিতে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে Pretending রিপোর্ট করে বা একাধিক রিপর্ট জমা হয়।
৩. কপিরাইট এর কারনে ও আপনি Pretending ডিজেবল হতে পারেন ।
ডিজেবল আইডি যে ভাবে ব্যাক আনবেন ?
ধাপ-1 : প্রথমে গুগল প্লেস্টোর থেকে
যেকনো VPN অ্যাপ ডাউনলোড করে নিন।
VPN টা ওপেন করে সিংগাপুর কানেকশন করে নিন।
ধাপ-2 :
এবার আপনার Pretending ডিজেবল আইডি তে লগইন করুন।
ধাপ-৩:
লগিন করার পর Let us এ ক্লিক করতে হবে,,,
তাহলে নিচের মত পেজ আসবে।। যেখানে আপনি আপনার আইডি কার্ড সাবমিট করার অপশন পাবেন।
যে কি কারণে আপনার আইডিটা Pretending ডিজেবল করে দেওয়া হয়েছে।
ধাপ-4: এবার আসি মূল কথায়-
নিচের ফাকা বক্স পাবেন সেখানে কি লিখবেন ?
এই লেখাটি আপনি কপি করে দিন।
“Hello sir,
My account Create name EEEE. My account changed due to the hack and I back my account but i look my account name change!
Sir, It is my National ID card. I also have passport. It was my real Facebook account. If you need more information, please reply the email.
Thank You. ”
EEEE এর জিয়গায় আপনার idইর নাম দিন ৷
ধাপ-৫: অবশ্যই আপনার ভোটার id কার্ড থাকতে হবে অথবা জন্ম নিবন্ধন কার্ড হলেও হবে ৷ ওটার ছবি তুলুন ৷
Chocho File এ ক্লিক করে ছবি তোলা Nid/জন্মনিবন্ধন টি সিলেক্ট করুন ৷
[note: আইডি কার্ড এর নাম ও জন্মতারিখ টা ঠিক রেখে সাবমিট করে দিবেন। ]
ধাপ-6:আইডি কার্ড সাবমিত এর সময় টা লক্ষ করুন ৷ আইডি ব্যাক হলে মেইল এ মেসেজ পাবেন অথবা দুই এক দিন পর লোগিন করুন ৷
ধন্যবাদ
3 Comments
nice
ReplyDeletehmmm
Deleteok
ReplyDeleteSay Whats Happed ?